কৈলাসহর প্রতিবেদন অনুপম পাল,শনিবার বিকেলে কৈলাশহরে বিদ্যুৎ সংস্থার সাই কম্পিউটারে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকরা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সংস্থার এমডির উদ্দেশ্যে এক গণ ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশন প্রজেক্ট ম্যানেজার দুর্গেশ কুমারের মাধ্যমে জমা দেওয়া হয়।
ডেপুটেশন শেষে “বিদ্যুৎ কর্মী সংঘ” কমিটির সাধারণ সম্পাদক অমৃত রঞ্জন ঘোষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তাঁদের মূল দাবিগুলি হলো, ১)রাজ্য সরকারের শ্রমদপ্তর কর্তৃক নির্ধারিত ন্যূনতম বেতনক্রম কার্যকর করা। ২)গত চার বছরের বকেয়া বোনাস প্রদান। ৩)শ্রমিকদের জন্য ট্রাভেল অ্যালাউন্স চালু ও বৃদ্ধি। ৪)শ্রমিক নিয়োগের সময় অ্যাপয়েন্টমেন্টে উল্লেখ থাকা সত্ত্বেও অতিরিক্ত কাজের জন্য যথাযথ ভাতা প্রদান।
এছাড়াও, এই চারটি প্রধান দাবির পাশাপাশি আরও তিনটি দাবি নিয়ে তাঁরা স্মারকলিপি প্রদান করেছেন। শ্রমিকরা অভিযোগ করেন যে সংস্থা শ্রমিকদের কাজের পরিমাণ বাড়িয়ে দিলেও প্রাপ্য সুবিধাগুলি প্রদান করছে না বেসরকারী বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার, যা শ্রম আইন অনুযায়ী অনৈতিক।
এই আন্দোলনের মাধ্যমে শ্রমিকরা তাঁদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, সংস্থা ও রাজ্য প্রশাসন তাঁদের দাবিগুলি দ্রুত বিবেচনা করবে এবং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উৎসাহ ও ক্ষোভ উভয়েরই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আন্দোলনের ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা বেসরকারী বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের সংস্থার প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে।