কৈলাসহর,প্রতিনিধিষঅনুপম পাল,৩০শে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৈলাশহর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি জোরালো মিছিল অনুষ্ঠিত হয়। “সরকারি শিক্ষা বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মিছিল শহরে ব্যাপক সাড়া ফেলে।
শনিবার সন্ধ্যায় ছাত্রযুব ভবনের সামনে সংগঠনের কর্মীরা জড়ো হন। সেখান থেকে শ্লোগানমুখর মিছিল শুরু হয়ে পানিচৌকি বাজার, নেতাজী কর্নার, পুর পরিষদ, ঊনকোটি কলাক্ষেত্র এবং থানার সামনে দিয়ে পুনরায় ছাত্রযুব ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল ১)বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প অবিলম্বে বাতিল করা।২)স্কুল ও কলেজে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা। ৩)শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বন্ধ করা। ৪)নিয়মিত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সভাপতি সুলেমান আলী, বিভাগীয় সভাপতি সাইফ উদ্দিন, সম্পাদক সাগর ভট্টাচার্য্য, রাজ্য নেতৃত্বের প্রতিনিধি প্রকাশ কেওট এবং ছাত্রনেতা সামিম হুসেন ও বিশাল চক্রবর্তী।
এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বৈষম্য রুখতে সংগঠন আরও বৃহৎ আন্দোলনের দিকে এগোবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার লড়াইয়ে তারা রাজ্যজুড়ে ছাত্রসমাজকে একত্রিত করতে বদ্ধপরিকর।