
চণ্ডীপুরে সিপিআই(এম) নেতার বাড়িতে সমাজদ্রোহীদের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। মঙ্গলবার বিকেলে সিপিআই(এম) চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কৈলাসহর থানার সামনে পৌঁছায়। এরপর পুলিশকে তিন দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন দলের নেতারা।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুর ট্রাইজংশনের কাছে সিআইটিইউ নেতৃত্ব এবং কৈলাসহর মহকুমা ই-রিকশা ইউনিয়নের সভাপতি তিনুলাল চক্রবর্তীর বাড়িতে একদল সমাজদ্রোহী চড়াও হয়। অভিযোগ, বাড়ির টিনের বাউন্ডারি ভাঙচুর করা ছাড়াও অন্য ঘরে হামলা চালানো হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে তাই প্রতিবাদী মানুষজন সিপিআই(এম) চণ্ডীপুর অঞ্চল কমিটির ডাকে রাস্তায় নামেন। বিজেপি-ঘনিষ্ঠ সমাজদ্রোহীদের হুমকি ও ভয়ভীতি উপেক্ষা করে শতাধিক পার্টিকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ চণ্ডীপুর অঞ্চল দপ্তরের সামনে জড়ো হয়ে শ্লোগান তুলে মিছিল শুরু করেন। মিছিলটি শ্রীরামপুর, হকার্স কর্নার, নেতাজী কর্নার, ছাত্র-যুব ভবন হয়ে থানার সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়।
সেখানে অঞ্চল সম্পাদক দেবাশিষ চন্দের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কৈলাসহর থানার ওসি তাসপ মালাকারের হাতে তিন দফা দাবিপত্র তুলে দেন। দাবিগুলির মধ্যে ছিল— চণ্ডীপুর এলাকায় রাত্রিকালে পুলিশি প্রহরা জোরদার করা,এলাকায় সক্রিয় অস্থায়ী মদের ঠেক বন্ধ করা,এলাকায় অপরিচিত লোকেদের চিহ্নিত করে জননিরাপত্তার ব্যবস্থা করা।
প্রতিনিধিদলে দেবাশিষ চন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা জীবন দেবনাথ, প্রসেনজিৎ গুণ ও অঞ্জন রায় সহ আরো অনেকেই।
এই হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়ে জানান, নিরীহ শ্রমজীবী মানুষের উপর এভাবে হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হচ্ছে। কিন্তু পুলিশ ও প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সিপিআই(এম)।