প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
মকর সংক্রান্তি প্রতিটি বাঙালির জীবনে এক আনন্দময় উৎসব। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষের কাছে এই উৎসবের সামগ্রী জোগাড় করাটাই হয়ে যায় চ্যালেঞ্জের বিষয়। তাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলতে, প্রতি বছরের মতো এ বছরও লায়ন্স ও লিয়ো ক্লাব এগিয়ে এল মানবিকতার বার্তা নিয়ে।
১১ জানুয়ারি ক্লাবের সদস্যরা পৌঁছে যান মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের কড়াইথাল এলাকায় এবং সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী এলাকার ১১-নং ওয়ার্ডে। গ্রামের পরিবারগুলোর হাতে তারা বিতরণ করেন মকর সংক্রান্তির পিঠে পুলি তৈরির প্রয়োজনীয় সামগ্রী—চালের গুঁড়ি, গুড়, নারকেল, তেল ইত্যাদি।
“মকর সংক্রান্তি সবার জন্য”—এই মূলমন্ত্রকে সামনে রেখে লায়ন্স ক্লাব গত কয়েক বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লাবের সদস্যরা বলেন, “এই এলাকার মানুষদের পক্ষে উৎসবের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা সত্যিই খুব কঠিন। তাই আমরা চাই, তারা যেন সন্তানদের মুখে অন্তত দু’টো পিঠে তুলে দিতে পারে। এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে তাদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি।”
ক্লাবের এই মহতী উদ্যোগ শুধু সাহায্য নয়, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারা ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “লায়ন্স ক্লাবের এই সহায়তা আমাদের কাছে আশীর্বাদের মতো।
লায়ন্স ও লিয়ো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন। ক্লাবের সদস্যদের একটাই বার্তা—”মকর সংক্রান্তির আনন্দ হোক সকলের জন্য।”
এই উদ্যোগ শুধু সামগ্রী বিতরণ নয়, বরং উৎসবের আনন্দকে প্রকৃত অর্থে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। মকর সংক্রান্তি উদযাপনের এমন মানবিক প্রয়াস আজকের সমাজে সত্যিই প্রশংসার দাবিদার।