কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,আগামীকাল থেকে ঊনকোটি জেলার সদর কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে শুরু হতে যাচ্ছে রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় বর্ষের সাহিত্য উৎসবে অংশগ্রহণ করবেন রাজ্য ও রাজ্যের বাইরের খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা।
এই উৎসবকে কেন্দ্র করে আজ শহরের রাজপথে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভা সদস্য এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সাংবাদিকদের জানান, প্রথমবার উদয়পুরে অনুষ্ঠিত হওয়ার পর এই বছর ঊনকোটি জেলার কৈলাসহরে উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরনের আয়োজন রাজ্যের সাহিত্যিক ও সাংস্কৃতিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত অসমের দিগন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের গর্ব এস গম্ভীনি। এছাড়াও অরুণাচল ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন সাহিত্য ও সংস্কৃতির প্রসারে নতুন দিশা দেখাবে। এটি যুবসমাজের মধ্যে সাহিত্যচর্চার প্রতি আকর্ষণ বৃদ্ধিতে সহায়ক হবে।
উৎসবের উদ্দেশ্য শুধুমাত্র কবি ও সাহিত্যিকদের মিলনমেলা নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যপ্রেম জাগিয়ে তোলা এবং রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা।
উৎসবের আয়োজকদের আশা, এই আয়োজন রাজ্যের সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের সাহিত্যিক মেধাকে তুলে ধরবে।