
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর।
আজ সকাল ১১টায় ঊনকোটি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মূর্তিছড়া এলাকায় বনভূমিতে গাছ কাটার ঘটনার তীব্র নিন্দা জানাল ঊনকোটি জেলা কংগ্রেস। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য্য, কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পাপ্পু খান, রমিজ আলি, কৈলাসহর ব্লক যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পিংকু মালাকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রুদ্রেন্দু ভট্টাচার্য্য অভিযোগ করেন, চন্ডীপুর বিধানসভার অন্তর্গত মূর্তিছড়া চা-বাগান এলাকার সমরুরপার পঞ্চায়েতের করইতল এলাকায় বন দপ্তরের জমিতে একটি আবর্জনা ফেলার স্থানের কাজ চলছিল গত কয়েকদিন ধরে। এই কাজের জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে এবং এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের চরম ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, শাসক দলের মদতপুষ্ট কিছু প্রভাবশালী ঠিকাদার এই কাজের সঙ্গে যুক্ত, এবং বন দপ্তরের কর্মকর্তারা বিষয়টি জেনেও নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন।
তিনি আরও বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। উন্নয়ন কাজের বিরোধিতা নয়, তবে সরকারী অর্থ লুট ও বন ধ্বংসের বিরুদ্ধে কংগ্রেস বরাবরই সোচ্চার। দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে এই গাছ কাটার ঘটনায় পেনাল্টি ধার্য করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসডিএফও হিরঞ্জন রিয়াং স্বীকার করেন, মূর্তিছড়ার করইতল এলাকায় কিছু গাছ কাটা হয়েছে। তবে কারা এই কাজ করেছে, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই। তদন্ত বা আইনগত পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি।
পরিবেশ রক্ষার স্বার্থে এবং সরকারি সম্পদের সুরক্ষায় কংগ্রেসের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এলাকার সচেতন মহলও এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।