
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
শুক্রবার সকালে মনু নদীতে একটি অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়াল কৈলাসহর মহকুমায়। সকাল আনুমানিক ১১টার দিকে জলাই উচ্চ বিদ্যালয়ের পেছন দিয়ে বয়ে যাওয়া মনু নদীতে প্রথম মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় কৈলাসহর থানায়।তবে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মনু নদীর প্রবল স্রোতে মৃতদেহটি ভেসে চলে যায় অন্যত্র। কিছুক্ষণ পর চণ্ডীপুরের স্থানীয় সূত্রে খবর মেলে, শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মৃতদেহটি দেখা গেছে। খবর পেয়েই কৈলাসহর থানা, অগ্নিনির্বাপক দপ্তর ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা সেখানে তল্লাশি শুরু করেন।অবশেষে শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা স্পিডবোট নিয়ে নদীতে নেমে মৃতদেহটি উদ্ধার করেন তাদের সহযোগিতা করেন স্থানীয়রা। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়।এখনও পর্যন্ত মৃতদেহটির পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহটি বেশ কিছুদিন আগের হতে পারে, কারণ তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের মতে, মৃত যুবকের দেহে পচন ধরেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, এ ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা নেওয়া হবে এবং তদন্ত শুরু করা হবে। হত্যা না আত্মহত্যা, সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে রহস্য ঘনীভূত হচ্ছে গোটা ঘটনায়।মৃতদেহ উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র কৈলাসহর মহকুমা জুড়ে। নদীঘাট এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষের।