
Oplus_131072
আগরতলা,নিজস্ব প্রতিনিধি,আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো ৪৩তম আগরতলা বইমেলা। বিশ্ব শান্তিকে থিম হিসেবে সামনে রেখে আয়োজিত এই বইমেলা উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। বিকেল ৫টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন হয়।
১৩ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে দুপুর ২টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বইপ্রেমীরা মেলায় ঘুরে দেখতে পারবেন। মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজে সেজে উঠেছে পুরো হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ।
বইমেলাকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। শেষ মুহূর্তে চলছে সাজসজ্জার শেষ কাজ। বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের স্টলগুলোতে স্থান পেয়েছে জনপ্রিয় বই থেকে শুরু করে গবেষণাধর্মী এবং শিশুদের জন্য মনোমুগ্ধকর বই। মেলায় পাঠকদের আকর্ষণ করতে থাকছে নতুন বই প্রকাশের আয়োজন, সাহিত্য আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বইমেলায় দর্শকদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, যা বইপ্রেমীদের জন্য একটি বাড়তি আকর্ষণ।
বইমেলা শুধু বইপ্রেমীদের জন্য নয়, বরং এটি একটি সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রও। এখানে বইপ্রেমীরা যেমন তাদের প্রিয় লেখকদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন, তেমনই বই কেনার মাধ্যমে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে পারবেন।
বিশ্ব শান্তির বার্তা বহনকারী এই বইমেলা সমাজে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।