দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল, ৫৩তম বিজয় দিবস উপলক্ষে আজ আগরতলায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ বিজয় দিবস ম্যারাথন। এই আয়োজনে অংশ নেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। আসাম রাইফেলস ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী ১৯৭১-এর যুদ্ধে আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, “বিজয় দিবস আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায় এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক। তিনি উপস্থিত সকলকে এই দিনটির তাৎপর্য হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ম্যারাথনটির আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন, যা দিনটির তাৎপর্যকে আরও গভীর করে তোলে।
বিজয় দিবসের এই উদযাপন শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণাও। বীর যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভোলার নয়, আর আগরতলার এই আয়োজন সেই বার্তাই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।