
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। এই নির্যাতনের শিকার হয়েই মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দিগলকান্দি গ্রামের বাসিন্দা নির্মল মালাকার (৪৫) বাধ্য হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। গতকাল (২২শে মার্চ, ২০২৫) রাতে আনুমানিক ১২টার সময় ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের হীরাছড়া চা-বাগান সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ ১৯৯ ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে গ্রেফতার করে।
বিএসএফ সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতের অভিযানে বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং নির্মল মালাকার সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আজ (২৩শে মার্চ, ২০২৫) সকালে কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে আটককৃত ব্যক্তির শারীরিক পরীক্ষা করা হয়। এরপর তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনার ফলে বহু নির্যাতিত ব্যক্তি দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, ধর্মীয় নিপীড়ন ও সম্পত্তি দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নির্মল মালাকারও সেই নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছিলেন বলে অসমর্থিত সুত্রের খবর।
ভারতীয় সীমান্তে বিএসএফের কড়া নজরদারির কারণে এই ধরনের অনুপ্রবেশ সহজ হচ্ছে না, তবে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।