
সংবাদ প্রতিনিধি | নয়াদিল্লি
নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটিতে ভাঙচুরের প্রতিবাদে সোমবার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভে সরব হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি ঐতিহ্যের ওপর আঘাত নয়, বরং ভারতের সাংস্কৃতিক গর্ব এবং বাংলার আত্মার ওপর সরাসরি আক্রমণ।
বিজেপি নেতৃত্ব দাবি জানিয়েছে, বাংলাদেশ সরকারকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে এমন নিন্দনীয় ঘটনা যেন আর না ঘটে, তার নিশ্চয়তা দিতে হবে।
বিক্ষোভে স্লোগান ওঠে—”রবীন্দ্রনাথ আমাদের অহংকার, তাঁর অসম্মান আমরা সহ্য করব না!”
এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংস্কৃতি-ভিত্তিক সংবেদনশীল দিকটি ফের আলোচনায় উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলার নয়, সমগ্র উপমহাদেশের এক অমূল্য সাংস্কৃতিক উত্তরাধিকার। তাই তাঁর স্মৃতিরক্ষা আমাদের সম্মিলিত দায়িত্ব—এমনই বার্তা দিয়ে কর্মসূচি শেষ হয়।