
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি বিশ্রামগঞ্জ,ত্রিপুরার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ত্রিং উৎসব থেকে বাড়ি ফেরার পথে তাদের বাইক একটি গাড়ির সাথে সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার শিকার যুবকদের বাড়ি রংমালা এলাকায়। তারা এক বাইকে (নম্বর টিআর ০৭ই ৭৮৪৩) ত্রিং উৎসব শেষে বাড়ি ফিরছিলেন। আগরতলা-উদয়পুর সড়কে দেওয়ান বাজার এলাকায় একটি গাড়ি তাদের বাইককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনজন রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় তাদের প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তিন যুবকের মৃত্যু হয়। মৃত তিন যুবক হলেন,বয়ার দেববর্মা (২২),মনোজ দেববর্মা (২৪),সালকা দেববর্মা (২১)।
এই মর্মান্তিক ঘটনায় রংমালা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এমন একটি দুর্ঘটনায় একসঙ্গে তিন যুবকের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। গাড়িটির শনাক্তকরণ ও চালকের খোঁজে তদন্ত চলছে।
এই দুর্ঘটনা আবারও ত্রিপুরার সড়ক নিরাপত্তার গুরুত্বের ওপর প্রশ্ন তুলেছে। উৎসব উদযাপন শেষে এমন দুঃখজনক ঘটনা পরিবারের পাশাপাশি গোটা সমাজকেও গভীরভাবে ব্যথিত করেছে।