ইউনাইটেড ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : মার্কসবাদ-লেলিনবাদের অন্যতম স্থপতি এবং সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন রাষ্ট্রপতি কমরেড জোসেফ স্তালিনের ১৪৬তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরার CPI(M) রাজ্য দপ্তরে আজ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদকে পরাস্ত করার সর্বাধিনায়ক হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকা স্তালিনের অবদান স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিশেষ দিনে CPI(M)-এর নেতৃবৃন্দ এবং কর্মীরা রাজ্য দপ্তরে একত্রিত হয়ে স্তালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। নেতারা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং সমাজতান্ত্রিক আন্দোলনে স্তালিনের অবদানকে তুলে ধরেন।
সভায় বক্তারা জোসেফ স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের চেতনা এবং তার সমাজতান্ত্রিক নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্তালিনের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদকে পরাস্ত করার সংগ্রাম বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, স্তালিনের শিক্ষা ও আদর্শ আজও শ্রমজীবী মানুষের জন্য সংগ্রামের পথপ্রদর্শক।
এই অনুষ্ঠানে উপস্থিত নেতারা বর্তমান সময়ে স্তালিনের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র ও সাম্যের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় শ্রমিক শ্রেণির প্রতি স্তালিনের আত্মত্যাগ এবং সংকল্পকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।