
oplus_0
কৈলাসহর প্রতিবেদন অনুপম পাল,চন্ডীপুর বিধানসভার অন্তর্গত মনুভ্যালী চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ম শ্রেণি উত্তীর্ণ ১১ জন ছাত্রীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হয় এবং এতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পম্পা দাশগুপ্ত, স্থানীয় প্রধান নীতেশ দিগার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। মন্ত্রী টিংকু রায় ও অন্যান্য অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার উদ্বোধনী বক্তব্যে জানান, ঊনকোটি জেলায় মোট ৮৫টি স্কুলে ১,৯৯০টি বাইসাইকেল বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় সরকারি স্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণি উত্তীর্ণ ছাত্রীরাদের হাতে সাইকেল তুলে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় উল্লেখ করেন, পূর্বে এই প্রকল্প শুধুমাত্র এসসি ও এসটি ক্যাটাগরির ছাত্রীদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উদ্যোগে এই বিশেষ ক্যাটাগরি তুলে দিয়ে সমস্ত অষ্টম শ্রেণি উত্তীর্ণ ছাত্রীদের জন্য সাইকেল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রথম ১০০ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। এর লক্ষ্য হল তাদের উচ্চশিক্ষায় আর্থিক প্রতিবন্ধকতা দূর করা।
সাইকেল হাতে পেয়ে ছাত্রীরা অত্যন্ত আনন্দিত। তারা জানায়, এই সাইকেল তাদের স্কুলে যাতায়াত সহজ করবে এবং শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে সহায়তা করবে।
মনুভ্যালী চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি গ্রামীণ ছাত্রীদের জন্য শিক্ষার পথকে আরও সহজ ও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের এই উদ্যোগ শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।