
প্রতিনিধি শুভঙ্কর দাস
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাশহরের পুর পরিষদ এলাকার গোবিন্দপুর ১১ নম্বর ওয়ার্ড এলাকায় আজ সন্ধ্যায় এক চোরকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিলেন এলাকাবাসী। গ্রেপ্তার হওয়া চোরের নাম পরিমল দাস, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগে অভিযোগ থাকলেও হাতেনাতে ধরতে পারছিলেননা তাকে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোবিনপুর এলাকায় সন্ধ্যার সময় এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি লোহার সামগ্রী চুরি করে পালানোর চেষ্টা করছিল পরিমল দাস। তবে বাড়ির মালিক তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার করে এলাকাবাসীকে ডাকেন। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা ছুটে আসেন এবং চোরকে ধরে উত্তম-মধ্যম দেন।
পরবর্তীতে খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের কাছে তাকে হস্তান্তর করার পর গোটা এলাকায় স্বস্তি ফিরে আসে।
স্থানীয়দের মতে, পরিমল দাস দীর্ঘদিন ধরেই এলাকায় চুরির সঙ্গে যুক্ত ছিল এবং একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে এবার হাতেনাতে ধরা পড়ার ফলে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিমল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং অতীতের অন্যান্য চুরির ঘটনাগুলোর সঙ্গেও তার যোগসূত্র খতিয়ে দেখছে।