
খোয়াই,নিজস্ব প্রতিনিধি,খোয়াই জেলার গৌরনগরে মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ অবশেষে তার নিজ দেশ বাংলাদেশের পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।গতকাল বিকেল পাঁচটায় খোয়াই পুরান বাজার আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কফিনবন্দি মৃতদেহটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পুলিশের কাছে তুলে দেয় খোয়াই থানার পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন গৌরনগর পঞ্চায়েতের অফিস সংলগ্ন একটি দোকানঘরের বারান্দায় এক পুরুষের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পরবর্তী সময়ে সামাজিক গণমাধ্যমে মৃতদেহের ছবি প্রকাশিত হলে বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের বাসিন্দারা মৃত ব্যক্তিকে জহুর আলী (৫৫) হিসেবে সনাক্ত করেন। মৃতদেহটি শনাক্তের পর খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চুনারুঘাট থানার পুলিশের সঙ্গে।
খোয়াই জেলা হাসপাতালের মর্গে যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর গতকাল বিকেলে প্রশাসনিক নিয়মনীতি মেনে মৃতদেহটি বাংলাদেশের পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে এলেন বা তার মৃত্যুর কারণ কী, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।