শহরের ছোট ডিপার্টমেন্টাল স্টোর “টুকিটাকি” আজ প্রতিটি গৃহস্থের প্রিয় নাম। তিন বছর ধরে শ্যামল কান্তি দে-র আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ক্রেতাদের কাছে হয়ে উঠেছে নির্ভরতার প্রতীক। কম দামে মানসম্পন্ন পণ্যসামগ্রী এবং সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক এই দোকানের মূল শক্তি।
খ্রীসমাস ও নববর্ষের আনন্দ আরও রঙিন করতে, ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত থাকছে বিশেষ পুরস্কারের আয়োজন! আপনার শীতকালীন কেনাকাটাকে আরও উপভোগ্য করতে “টুকিটাকি” প্রতিবারের মতো নিয়ে আসছে দারুণ সুযোগ।
এই স্টোর শুধু ব্যবসার জন্য নয়, ক্রেতাদের ভালোবাসার কেন্দ্র। শ্যামল বাবুর কথায়, “সবাই সবার মতো ব্যবসা করুক, আপত্তি নেই। আমি আছি আমার মতো।”
কৈলাসহরের বিশাল বড় স্টোর না হলেও, “টুকিটাকি” তার বিশাল হৃদয়ের টানে ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তাই এই শীতে খ্রীসমাস ও নববর্ষের আনন্দে সামিল হতে অবশ্যই ঘুরে আসুন “টুকিটাকি” থেকে।