প্রতিনিধি শুভঙ্কর দাস
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহর পুরপরিষদের অধীনে কালিপুর বাঁধেরপাড় ১৩ নং ওয়ার্ডে বিষ পান করে আত্মহত্যা করেছে ১৮ বছরের এক যুবক। মৃত যুবকের নাম সুহীদ দেবনাথ। স্থানীয় সূত্রে জানা গেছে, সুহীদ কৈলাসহরের একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থা, সাই কম্পিউটার লিমিটেডের অফিসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
গতকাল সন্ধ্যায়, সুহীদের সাথে তার মায়ের এক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর রাগান্বিত হয়ে সুহীদ তার কালিপুরস্থিত বাড়িতে সকলের চোখকে ফাঁকি দিয়ে বিষ পান করে। বিষক্রিয়ার ফলে শারীরিক অবস্থা গুরুতর হলে তিনি ছটফট করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং আজ তার মৃত্যু হয়।
রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে তার মৃতদেহ পৌঁছানোর পর পরিবারের সদস্য এবং আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। সুহীদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই আত্মহত্যার সঠিক কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। পরিবারের সঙ্গে বাকবিতণ্ডার কারণ এবং মানসিক অবস্থা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মহল থেকে আরও তদন্তের দাবি উঠেছে।