
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহর শহরে প্রাক্তন সৈনিক লিগ এবং পৌর পরিষদের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। কৈলাসহর পুরাতন মটরস্ট্যান্ড এলাকায় অবস্থিত নেতাজীর মর্মর মূর্তির পাদদেশে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেন কৈলাসহরের প্রাক্তন সৈনিক লিগের সভাপতি ইরামন্ত সিংহ,মহকুমা শাসক প্রদীপ সরকার,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে শহরের রাজপথে আয়োজিত হয় নেতাজী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস এবং দেশপ্রেমের উজ্জ্বল ছাপ।
অনুষ্ঠানে বক্তারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর দেশপ্রেম, আত্মত্যাগ এবং আদর্শ তুলে ধরেন। প্রাক্তন সৈনিক লিগের পক্ষ থেকে বক্তৃতায় নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর দেশের প্রতি নিরলস প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় তাঁর বক্তব্যে বলেন, “পরাধীন ভারতের মুক্তিমন্ত্রের সাধক এবং জাগ্রত যৌবনের প্রতীক নেতাজী সুভাষচন্দ্র বসু একজন সংগ্রামী নায়ক। তিনি শৌর্য, বীর্য এবং ত্যাগের এক মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনা আমাদের আজও অনুপ্রাণিত করে।”
মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন, “নেতাজীর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাঁর ‘রাত্রির তপস্যা’ স্বাধীন দিনের সূচনা করেছে। তিনি তরুণ প্রজন্মের জন্য এক চিরন্তন প্রেরণা।”
প্রাক্তন সৈনিক লিগ এবং পৌর পরিষদের এই উদ্যোগ শহরের মানুষের মধ্যে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবন ও আদর্শ সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে। এই অনুষ্ঠানকে ঘিরে শহরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।