
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শহর ও শহরতলীতে ইতিমধ্যেই বইছে উৎসবের আমেজ। ভিড়, আনন্দ-উল্লাস এবং নিরাপত্তা—সবকিছুকে সমান গুরুত্ব দিয়ে এবারের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। শুক্রবার বেলা ১১টা নাগাদ কৈলাসহর থানার উদ্যোগে থানার হলঘরে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক। শহর ও শহরতলীর বিভিন্ন পূজা কমিটি, ক্লাব এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রুঘুল এ (আই.পি.এস) এবং থানার অফিসার-ইন-চার্জ তাপস মালাকার। প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানবাহন চলাচল এবং বিশেষ নজরদারির মতো নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ওসি তাপস মালাকার বলেন—“দুর্গাপূজা শুধু হিন্দু সমাজের বড় উৎসব নয়, বরং এটি এখন সর্বজনীন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ এই উৎসবে সামিল হন। তাই পূজার দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবারই দায়িত্ব।”তিনি পূজা কমিটি ও ক্লাবগুলিকে অনুরোধ জানান পুলিশের পাশাপাশি সক্রিয়ভাবে সহযোগিতা করতে।
প্রসঙ্গত, গত বছর কৈলাসহর মহকুমায় মোট ৮৩টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এবছরও প্রায় সমসংখ্যক পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা এবং বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সব মিলিয়ে, শারদীয়া দুর্গোৎসবকে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ রাখতে পুলিশের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পূজা উদ্যোক্তারা। প্রশাসনের তৎপরতা এবং সাধারণ মানুষের সহযোগিতায় এবছরও কৈলাসহরের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন।
বাইটঃ ওসি তাপস মালাকার।