কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ঊনকোটি জেলা প্রশাসন ও কৈলাশহর মহকুমা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় শনিবার, কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে অদ্বৈত মল্লবর্মনের ১১১ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি শুভ সূচনা করেন কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়।এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, মহকুমা শাসক প্রদীপ সরকার,বিশিষ্ট সমাজ সেবক পিন্টু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে প্রয়াত অদ্বৈত মল্লবর্মনের জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ ছিল কৈলাশহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক বক্তৃতা। এই প্রতিযোগিতায় আটজন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন স্মরণিকা চৌধুরী, দ্বিতীয় স্থান অধিকার করেন ইস্পিতা দাস এবং তৃতীয় স্থান অধিকার করেন দেবাঞ্জলি বৈদ্য। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানটিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর এবং কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন তাঁদের বক্তব্যে অদ্বৈত মল্লবর্মনের সাহিত্যিক অবদান এবং তাঁর জীবনচর্চার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।