
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
আজ রেলপথে সকাল ১১টা নাগাদ কুমারঘাটে এসে পৌঁছান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই সফরে তিনি কুমারঘাটে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কুমারঘাট রেলস্টেশনে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। তিনি ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান ও সফরের শুভ কামনা ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের মাধ্যমে এলাকার আরও অগ্রগতি আশা করছেন।