
✍️প্রতিনিধি বিকাশ কাপালি,কুমারঘাট
কুমারঘাট থানার পুলিশ আবারও মদবিরোধী অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ বিলেতি মদসহ একটি চার চাকার গাড়ি আটক করেছে। সোমবার সন্ধ্যায় কুমারঘাট থানার সামনে নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পড়ে মদ পাচারকারী।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অল্ট্রো গাড়িতে করে ১২ কার্টুন প্রায় ১৩২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ কুমারঘাট থেকে মনুঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় তা মাঝপথেই আটকানো হয়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ৪০ হাজার টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
ধৃত ব্যক্তির বাড়ি ধুমাছড়া এলাকায় বলে জানা গেছে। কুমারঘাট থানার ওসি জানিয়েছেন, মদ পাচার রোধে পুলিশের অভিযান আগামীতেও চলবে এবং যে কোনো অবৈধ মদ পরিবহন রুখতে তৎপর থাকবে প্রশাসন।
এ ধরনের মদ পাচারের ঘটনা প্রতিরোধে পুলিশ আরও কড়া নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয় মানুষ স্বাগত জানিয়েছে এবং অবৈধ মদের কারবার বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।