
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কীর্তনথলি ট্রাইজংশন এলাকায় বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক ই-অটো চালক। শুক্রবার দুপুরে হঠাৎ করেই রাস্তার পাশে থাকা শনি মন্দির সংলগ্ন একটি বটগাছের ডাল ভেঙে পড়ে একটি ই-অটোর উপর। অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন চালক বিশ্বনাথ সিনহা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিশ্বনাথ সিনহা তার টিআর-০২-সি-২৫৩৮ নম্বর ই-অটোটি চিরাকুটী থেকে কীর্তনথলি এসে রাস্তার পাশে দাড় করিয়ে যাত্রী তোলার অপেক্ষায় ছিলেন। সেই সময় হঠাৎ করেই বিকট শব্দে বটগাছের একটি বিশাল ডাল ভেঙে পড়ে অটোর উপর। শব্দ পেয়েই চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাদের তৎপরতায় গাছের ডাল সরিয়ে নেওয়া হয় এবং রাস্তা স্বাভাবিক অবস্থায় ফেরে।চালক বিশ্বনাথ সিনহার দাবি, কয়েকদিন আগেই তিনি ঋণ নিয়ে এই অটো কিনেছেন। এটাই তার সংসারের একমাত্র রুজি-রোজগার। হঠাৎ এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি প্রশাসন ও বনদপ্তরের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, এই সড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ওই বটগাছটি কাটার প্রস্তাব ওঠে। কিন্তু মন্দির লাগোয়া পবিত্র গাছ হিসেবে স্থানীয়দের অনুরোধে সেটি কাটা হয়নি। তবে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এমন ঘটনা আবারও ঘটতে পারে।সৌভাগ্যবশত এই ঘটনায় বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি। তবে চালক সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রশাসন কবে এই বিষয়ে ব্যবস্থা নেবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।