
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে কি? প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কৈলাসহরে বিমানবন্দর ও রেলপথ সংযোগের দাবিতে তিনি যে কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বিরজিত সিনহার সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন, তা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে— কংগ্রেসের সঙ্গে কি তবে তিপ্রা মথা কাছাকাছি আসছে?প্রদ্যুৎ বাবুর সামাজিক মাধ্যমের পোস্টে তিনি স্পষ্ট জানান, কৈলাসহরে অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। শুধু তাই নয়, তিনি বলেছেন এই বিষয়টি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে তোলা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস নেতার সঙ্গে তাঁর আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনার মধ্য দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একদিকে অবকাঠামো উন্নয়নের প্রশ্নে মানুষের দাবি তুলে ধরেছেন, অন্যদিকে রাজনৈতিক বার্তাও দিয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ভোটের আগে থেকেই কংগ্রেস ও তিপ্রা মথার মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। বিরোধী জোটের প্রেক্ষাপটে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রদ্যুৎ বাবুর বার্তা সেই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে।অন্যদিকে, বিজেপি শিবিরে এই ঘটনায় অস্বস্তি দেখা দিয়েছে। কৈলাসহরে বিমানবন্দর ও রেল সংযোগ দীর্ঘদিন ধরেই মানুষের দাবি হলেও এ নিয়ে স্পষ্ট রূপরেখা এখনও কেন্দ্র বা রাজ্য সরকার দেয়নি। ফলে প্রদ্যুৎ বাবুর এই মন্তব্যকে সাধারণ মানুষ যেমন স্বাগত জানাচ্ছেন, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষও এটিকে বিজেপির বিরুদ্ধে চাপ তৈরি করার কৌশল বলে ব্যাখ্যা করছে।তবে সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই—অবকাঠামোগত উন্নয়নের দাবির আড়ালে কি তিপ্রা মথা ও কংগ্রেসের রাজনৈতিক সমীরণ শুরু হয়ে গেল? আগামী দিনে এর উত্তর দেবে রাজনীতির অন্দরমহল।