প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
ঊনকোটি জেলায় ক্রমবর্ধমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার জেলায় আসেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। তিন সদস্যের এই দলটির নেতৃত্বে ছিলেন রাজ্যের ডিরেক্টর অব হেলথ সার্ভিস ডাঃ দেবশ্রী দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন জয়েন্ট ডিরেক্টর ডাঃ নির্মল সরকার এবং ডেপুটি ডিরেক্টর ডাঃ শঙ্খ শুভ্র দেবনাথ।প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শীর্ষেন্দু চাকমা, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঞ্জয় রুদ্র পাল এবং সমরুর পাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাঃ রিয়া ভদ্র। দলটি আজ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করেন এবং বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।প্রথমে জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে তাঁরা হাসপাতালের অবস্থা, চিকিৎসা পরিকাঠামো, রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর দলটি আরজিএম মহকুমা হাসপাতাল এবং সমরুর পাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও যান। সেখানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে তাঁরা ডেঙ্গু মোকাবিলায় নেওয়া পদক্ষেপ, চিকিৎসা সুবিধা, এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল জানান, ডেঙ্গুর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য সচেতনতামূলক প্রচার, পরিচ্ছন্নতা অভিযান এবং দ্রুত সনাক্তকরণ প্রক্রিয়াকে আরও জোরদার করা হবে। পাশাপাশি হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষার সরঞ্জাম নিশ্চিত করার দিকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ঊনকোটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেলার সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং পরিকাঠামোগত ঘাটতি পূরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের পর্যবেক্ষণমূলক পরিদর্শন জারি থাকবে।
প্রসঙ্গ উল্লেখ্য যে,সম্প্রতি ঊনকোটি জেলায় ৪৬ জন ডেঙ্গু আক্রান্তের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শীর্ষেন্দু চাকমা। এবং এই সংবাদ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই আজ স্বাস্থ্য দপ্তরের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে এসে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।