
কৈলাসহর, প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর আরকেআই ক্যাম্পাসে ঊনকোটি জেলা শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত TLM (Teaching-Learning Materials) প্রদর্শনী এবং বিদ্যালয় শিক্ষকদের মধ্যে অনুষ্ঠিত জেলা স্তরের প্রতিযোগিতার শুভ সূচনা হলো। রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে এই ধরনের প্রদর্শনী এবং প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই উদ্যোগ শিক্ষকদের মধ্যে সৃজনশীলতা বাড়াবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন দিশা দেখাবে।”
TLM প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাদের উদ্ভাবনী শিক্ষণ সামগ্রী প্রদর্শন করেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষকদের মধ্যে সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানো এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলা।
উল্লেখ্য, এই ধরনের প্রদর্শনী শুধু শিক্ষকদের নয়, বরং শিক্ষার্থীদের জন্যও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। জেলা শিক্ষা দফতরের এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে আরও গভীর করবে এবং শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করবে।