কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,ঊনকোটি জেলার কৈলাশহরে আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। কৈলাশহর পৌর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা পরিষদের সদস্য বিমল কর, পৌর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সভাধিপতি অমলেন্দু দাস জানান, এই উৎসব উপলক্ষে ২৪ ডিসেম্বর কৈলাশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়াও, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। উৎসবে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। এই দুই দিনের সাহিত্য উৎসবের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ীর সাহিত্যকর্ম ও কাব্য ভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
উৎসব আয়োজকরা সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাহিত্যচর্চায় নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য আহ্বান জানিয়েছেন।