নিজস্ব প্রতিনিধি আগরতলা, উত্তর-পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ আগরতলার হোটেল পোলো টাওয়ারে আয়োজিত নর্থ ইস্ট ব্যাঙ্কার্স কনক্লেভ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেই রাষ্ট্রের নাগরিকরা তাদের কর্তব্যে নিবেদিত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সেই রাষ্ট্রেই প্রকৃত সুখ ও শান্তি বজায় থাকে। উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের আর্থিক বিকাশ নিশ্চিত না হলে ভারতের আর্থিক অগ্রগতি সম্ভব হবে না। দেশের ১৪০ কোটি মানুষের আর্থিক উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করা যাবে না।”
অমিত শাহ আরও উল্লেখ করেন, গত দশকে উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি জানান, ১০ বছর আগে উত্তর-পূর্বাঞ্চল অশান্ত ও জঙ্গি কার্যকলাপপ্রবণ ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত দশ বছরে এই অঞ্চলে শান্তি স্থাপন হয়েছে। ৯ হাজারের বেশি জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
শ্রী শাহ বলেন, “উত্তর-পূর্বাঞ্চল এখন বিকাশের প্রবেশদ্বার হয়ে উঠেছে। এখানকার বিপুল সম্ভাবনা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো উন্নয়নের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে।
অনুষ্ঠানে তিনি উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক উন্নয়নে ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “ব্যাংকিং পরিসেবাগুলোর প্রসার এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়ন এই অঞ্চলের আর্থিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সড়ক যোগাযোগ এবং পর্যটন বিকাশে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। শ্রী শাহের মতে, এসব পদক্ষেপই এই অঞ্চলের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করবে এবং একবিংশ শতাব্দীর বিকশিত ভারতের ভিত্তি রচনা করবে।