নিজস্ব প্রতিনিধি, আগরতলা,বাধারঘাট মাতৃপল্লী এলাকায় এক অসহায় মহিলার বাড়ি জোরপূর্বক ভেঙে নগদ অর্থ ছিনতাই এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত শনিবার।
অভিযোগ অনুযায়ী, ওই মহিলা এবং তাঁর বৃদ্ধা মা বহুদিন ধরে সেখানে বসবাস করছিলেন। অভিযুক্ত উত্তম বাউল ও ইন্দ্র আচার্য তাঁদের বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই হুমকি দিচ্ছিল। শনিবার তারা জোরপূর্বক ঘরে ঢুকে মহিলাকে মারধর করে, জামা ছিড়ে ফেলে শ্লীলতাহানির ও ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে বৃদ্ধা মা এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
পরের দিন অভিযুক্ত উত্তম বাউলের সহযোগীরা মহিলার বাড়ি ভেঙে ১৫ হাজার টাকা এবং কিছু স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। নির্যাতিতা মহিলা আমতলী থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই ধরনের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া পুলিশ।