প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঊনকোটি জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার কৈলাশহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কৈলাশহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান রাজপথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এই র্যালিতে নেতৃত্ব দেন ঊনকোটি জেলার বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ। তার সঙ্গে ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি অমৃত কুমার ভট্টাচার্যী, কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, বিজেপি রাজ্য কমিটির সদস্য ও ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, সদস্য শ্যামল দাস, কৈলাশহর মন্ডলের মন্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ একাধিক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর এবং নারী নেত্রী মুক্তা পাল।
র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জেলা সভাপতি পবিত্র দেবনাথ জানান, সংবিধান গৌরব দিবস উপলক্ষে বিজেপি দল চলতি মাসের ১১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে আজকের এই র্যালি আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এবং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই কর্মসূচি শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের মধ্যে সংবিধানের গুরুত্ব ও গৌরব ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে নেতৃত্বরা আশাবাদী।