
Oplus_131072
প্রতিনিধি,অনুপম পাল,ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারত (নেহরু যুব কেন্দ্র) উত্তর ত্রিপুরার উদ্যোগে কৈলাসহরে জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত” এই মূল ভাবনায় কৈলাসহর কলেজ স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য শ্যামল দাশ, কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা অমিত কুমার যাদব এবং নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার জেলা যুব আধিকারিক কুণাল গৌতম।
এই প্রতিযোগিতায় ঊনকোটি জেলার বিভিন্ন ব্লক থেকে আসা প্রতিযোগী-প্রতিযোগিনীরা অংশ নেন। প্রতিযোগিতার অন্তর্ভুক্ত ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড়, ব্যাডমিন্টন, দড়ি টানাটানি, ভলিবল, সাইকেলিং এবং শটপট। প্রতিটি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও ব্যক্তিগত প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে ঐক্য, প্রতিযোগিতা এবং নেতৃত্ব গুণ বিকাশে সহায়ক হবে।
উপস্থিত দর্শক এবং অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এক যুব প্রতিযোগী বলেন, “এই প্রতিযোগিতা আমাদের যেমন আত্মবিশ্বাস যোগায়, তেমনি শারীরিক দক্ষতা বৃদ্ধি করতেও সাহায্য করে।”
এই আয়োজনের মাধ্যমে কৈলাসহর এবং আশেপাশের অঞ্চলে যুবসমাজের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি এবং শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতে নেহরু যুব কেন্দ্রের প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।