কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি কমিউনিটি হল সংলগ্ন মাঠে আজ রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে “মৎস্য উৎসব” অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মৎস্যমন্ত্রী তাঁর ভাষণে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “মাছের উৎপাদন বাড়ানো শুধু রাজ্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাছ চাষে রাজ্যকে আত্মনির্ভর করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাশ, মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার, মৎস্য অধিকর্তা সন্তোষ দাশ, এবং ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। অনুষ্ঠানের সভানেত্রী ছিলেন কাঞ্চনবাড়ী পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য।
মৎস্য উৎসবে জেলার পাঁচজন প্রগতিশীল মৎস্যচাষীকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও সুবিধাভোগীদের মধ্যে মাছ ধরার জাল, বরফ সংরক্ষণের বক্স, এবং ত্রি-চক্র যান বিতরণ করা হয়।
এই মৎস্য উৎসব রাজ্যের মৎস্য চাষের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে জেলার সাধারণ মানুষ মৎস্য চাষে আরও বেশি আগ্রহী হবেন এবং রাজ্যের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।