আগরতলা,প্রতিনিধি অনুপম পাল,আগামী ১১ এবং ১২ই জানুয়ারি দিল্লীর ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় যুব উৎসবে অংশগ্রহণের উদ্দেশ্যে ত্রিপুরা দলের সদস্যদের সংবর্ধনা জানানো হলো। আজ আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় দলের সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন, “ত্রিপুরা দলের প্রতিটি সদস্যের জন্য আমার আন্তরিক শুভকামনা রইলো। আশা করি, তারা আমাদের রাজ্যের নামকে আরও উজ্জ্বল করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় যুব উৎসব হলো দেশের যুব সম্প্রদায়ের প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
ত্রিপুরা দল এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এই ধরনের জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ ত্রিপুরার যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে এবং তাদের সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতীয় যুব উৎসব প্রতি বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিভাবান যুবকদের নিয়ে আয়োজিত হয়, যেখানে তারা নিজেদের সংস্কৃতি, দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। ত্রিপুরা দলের সদস্যদের এই বিশেষ যাত্রা রাজ্যের জন্য একটি গর্বের বিষয়।