
Oplus_131072
মুম্বাই-আগরতলা এক্সপ্রেসে অভিযান চালিয়ে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) গতকাল রাতে ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার নাম হাবিবুল রহমান।
আরপিএফ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় জিরানিয়া রেলস্টেশনে ট্রেনে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির ব্যাগ পরীক্ষা করে প্রায় ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
আরপিএফ কমান্ডেন্ট বি. কে. সিনহা জানান, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি বদরপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যাগটি সংগ্রহ করে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। ধৃতের বাড়ি ত্রিপুরার উদয়পুরে।
এই অভিযানকে আরপিএফ-এর বড় সফলতা বলে উল্লেখ করেছেন বি. কে. সিনহা। তিনি বলেন, মাদক পাচার প্রতিরোধে রেলপথে নজরদারি আরও কঠোর করা হয়েছে। এছাড়াও, তল্লাশি কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আটক হাবিবুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।
এই ধরনের অভিযানের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা আরও স্পষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে এই লড়াই চলমান থাকবে।