
প্রতিনিধি অনুপম পাল,আজ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের গৌরনগর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অন্তর্গত ‘আবাহন’ ক্লাস্টার লেভেল ফেডারেশনের (CLF) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
সভাটি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলোর কার্যক্রম মূল্যায়ন, উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের জীবিকা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে আয়োজন করা হয়। মন্ত্রী টিংকু রায় তার বক্তব্যে স্বনির্ভর গোষ্ঠীর নারীদের প্রশংসা করে বলেন, “আপনারা নিজেরা উদ্যোগী হয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।” তিনি আরও জানান, রাজ্য সরকার গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে সবসময় পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন গৌরনগর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের কর্মকর্তারা, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীবৃন্দ এবং সদস্যরা। আলোচনায় গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা, দক্ষতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের সাথে আরও বেশি মানুষকে যুক্ত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। ‘আবাহন’ ক্লাস্টার লেভেল ফেডারেশনের এই সভা গ্রামীণ উন্নয়নে নতুন দিশা দেখাবে বলে সবাই আশাবাদী।