নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৩ প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। যোগেন্দ্রনগর আদর্শ কলোনি মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস, বিজেপি ২৯ নং ওয়ার্ড সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক সুশান্ত রায় এবং ওয়ার্ড এলাকার বিভিন্ন বুথের নবনিযুক্ত সভাপতি ও দলীয় কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে সভানেত্রী স্বপ্না দাসকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সভানেত্রী বলেন, মণ্ডল অফিসকে মন্দিরে পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন। তিনি জানান, মণ্ডল অফিসে যে কোনো সময় এলাকার মানুষ তাদের সুখ-দুঃখের কথা বলতে আসতে পারবেন।
সভানেত্রী স্বপ্না দাস দলীয় নেতৃত্বের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “যারা মণ্ডল অফিসকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।” তিনি ১৩ প্রতাপগড় মণ্ডলকে বামমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানান। সভানেত্রী আরও বলেন, “মায়ের মতো সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। অহংকার যেন আমাকে ছুঁতে না পারে, এই আশীর্বাদ চাই।”
অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভানেত্রী স্বপ্না দাস তাদের সঙ্গে আলাপচারিতা ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।
তবে অনুষ্ঠানে মঞ্চে থাকা কিছু ব্যক্তির প্রতি অভিযোগ রয়েছে বলে স্থানীয় মহল থেকে জানা গেছে। প্রাক্তন নেতৃত্বের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে যাঁরা আধিপত্য বিস্তার করেছিলেন, তাঁরা বর্তমানে নতুন সভানেত্রীর কাছে নিজেদের গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন। সচেতন মহলের মতে, এসব ব্যক্তিকে দলের দায়িত্বে রাখা হলে বিধানসভা কেন্দ্রটি বামমুক্ত করা কঠিন হয়ে পড়বে।
স্বপ্না দাসের নেতৃত্বে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি-র নতুন দিশা তৈরি হবে বলে আশাবাদী স্থানীয়রা। তবে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে দলীয় কর্মীদের সমর্থন এবং এলাকার মানুষের আস্থার উপর।