
কৈলাসহর,নিজস্ব প্রতিনিধি,কৈলাসহরের নুরপুর গ্রাম পঞ্চায়েতের কামারকান্দি ৩ নং ওয়ার্ড এলাকায় এক ১৬ বছরের মনিপুরী হিন্দু নাবালিকাকে বলপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি মাগরুলী গ্রামের বাসিন্দা মুয়াকির আলীর ছেলে সাইফুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার সময় সাইফুর রহমান ওই নাবালিকার বাড়িতে আসে। অভিযোগ অনুযায়ী, নাবালিকা বাড়ি থেকে বের হওয়া মাত্রই সাইফুর তাকে জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
নাবালিকার বাবা বাড়িতে না থাকায় ঘটনা মুহূর্তে জানা সম্ভব হয়নি। বাড়ি ফিরে এসে তিনি মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। অনেক খোঁজাখুঁজির পরও নাবালিকার সন্ধান না পেয়ে তিনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকারের সহযোগিতা নেন। শ্যামল সরকারের সাহায্যে বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর মহিলা থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
প্রেমঘটিত সম্পর্কের ইঙ্গিত রয়েছে বলে স্থানীয় সুত্রে খবর। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার সাংবাদিকদের জানান, দোষীকে অবিলম্বে গ্রেফতার করে আইন মোতাবেক শাস্তি দেওয়া প্রয়োজন।”এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সংগঠনের তরফ থেকে সহযোগিতা করা হবে।”