ফটিকরায় প্রতিনিধি অনুপম পাল,ফটিকরায় বিধানসভার জগন্নাথপুর বাজারে ভারতীয় জনতা পার্টির দুই নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস, জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়ানন্দ দাস, মন্ডল সম্পাদক কুশল দাস, শক্তি কেন্দ্রের ইনচার্জ মৃত্যুঞ্জয় দাস প্রমুখ।
অনুষ্ঠানটি শুরু হয় ফটিকরায় মন্ডল সম্পাদক কুশল দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি জানান, অটল বিহারী বাজপেয়ীর জীবন ও কর্ম জাতির জন্য প্রেরণার উৎস। এরপর বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, “১৯২৪ সালের ২৫শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার শিক্ষাজীবন অত্যন্ত সফল ছিল। শুধু একজন মেধাবী ছাত্র নয়, তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ ছিলেন। তার রচনাগুলি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।”
মন্ত্রী আরও বলেন, “১৯৩৮ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদানের মাধ্যমে তিনি তার রাজনৈতিক জীবনের সূচনা করেন। ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে। তিনি সারা জীবন রাষ্ট্রপ্রেমের ভাবনাকে এগিয়ে নিয়ে গেছেন এবং জাতির সেবা করেছেন।”
অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার শতাধিক স্কুল ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এটি ছিল মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ। উপস্থিত অতিথিরা অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ থেকে প্রেরণা নিয়ে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি এলাকাবাসী ও স্থানীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জগন্নাথপুরের মানুষ তার আদর্শের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হন।