কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল, আজ কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কংগ্রেস দল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা জানান, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে আজ দেশের প্রতিটি জেলার সদর দপ্তরে কংগ্রেস দল সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। তিনি বলেন, সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন, বিশেষ করে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে, তা অত্যন্ত নিন্দনীয়। এই মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে।
বীরজিৎ সিনহা আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার অন্তর থেকে আম্বেদকর-বিরোধী মনোভাব পোষণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে কংগ্রেস দল।
জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, সংসদে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এমনকি প্রবীণ কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি করার ফলে তারা মাটিতে পড়ে যান। এই ঘটনার মোড় ঘোরাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, যা অতিসত্বর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
কংগ্রেস দলের পক্ষ থেকে যে আট দফা দাবি রাখা হয়েছে সেগুলো হল,১)স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ২)অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। ৩)সাংসদদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪)রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৫)ইডি ও সিবিআইর মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ৬)সংসদে বিরোধী সাংসদদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। ৭)গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ৮)কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা ও বিরোধিতার অধিকারকে সুরক্ষা দিতে হবে।
এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং কেন্দ্রের বিজেপি সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।