
ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি বিকাশ কাপালি ,ফটিকরায় থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় প্রাক্তন ব্যাংক ম্যানেজার সুজিত সোমের বাড়িতে বুধবার রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। চোরের দল ঘরের জানালার লক এবং আলমারির তালা ভেঙে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
জানা গেছে, সুজিত সোম এবং তাঁর স্ত্রী সুস্মিতা সোম একমাত্র কন্যাকে নিয়ে মঙ্গলবার আগরতলায় কাজে গিয়েছিলেন। সেই সময় বাড়ি পাহারার জন্য একজন পাহারাদার রেখে গিয়েছিলেন। তবে, এই সুযোগে বুধবার রাতে চোরের দল ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার বাড়ি ফিরে পুরো ঘটনাটি দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। বাড়ির মালিক সুজিত সোম দ্রুত ফটিকরায় থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন ব্যাংক ম্যানেজারের স্ত্রী সুস্মিতা সোম বলেন, “আমরা কাজের জন্য আগরতলায় গিয়েছিলাম। বাড়িতে পাহারাদার ছিল, তবু এমন ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালিয়েছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।