
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কৈলাসহর মহকুমায় আবারও স্বামী ও সন্তানকে ফেলে গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিনিয়ত এমন ঘটনার পুনরাবৃত্তি সমাজে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এবার ঘটনার কেন্দ্রবিন্দু গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড।স্থানীয় সূত্রে জানা গেছে, সুনা মিয়ার ছেলে তাজুদুর রহমানের স্ত্রী গত ১লা অক্টোবর বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যায়। চার বছরের একমাত্র পুত্রসন্তানকে ফেলে রেখে গৃহবধূর এই অন্তর্ধান পরিবারে অস্থিরতা সৃষ্টি করেছে। ঘটনার দিন প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন তাজুদুর রহমান। বাড়ি ফিরে তিনি দেখেন স্ত্রী নিখোঁজ। তবে প্রতিবেশীদের জানিয়ে গিয়েছিলেন, তার পিতা অসুস্থ, তাই বাবাকে দেখতে যাচ্ছে। কিন্তু স্বামী তাজুদুর রহমান শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, তিনি সেখানে যাননি। স্ত্রীকে না পেয়ে তাজুদুর রহমান চারদিকে খোঁজাখুঁজি শুরু করলেও ব্যর্থ হন। অবশেষে তিনি কৈলাসহর মহিলা থানার দ্বারস্থ হয়ে নিখোঁজ ডায়েরি করেন। ইতিমধ্যে গৃহবধূর পিতা তার চার বছরের শিশুপুত্রকে নিজের বাড়িতে নিয়ে গেছেন।পুলিশ প্রশাসনের কাছে স্ত্রীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তাজুদুর রহমান।
উল্লেখ্য, কৈলাসহরে এর আগেও বহুবার স্বামী-সন্তানকে ফেলে গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সমাজবিদরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং এটি এক গভীর সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। প্রশাসন যেমন আইনগত ব্যবস্থা নিচ্ছে, তেমনই সমাজকেও এ নিয়ে সচেতন হতে হবে—এমনটাই মত স্থানীয় সচেতন মহলের।