
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে স্বপ্নচূড়া সামাজিক সংস্থা আয়োজন করল মানবিক উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সংস্থাটি। এবছর মোট ৭১ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৈলাসহর সিনেমাহল পাড়া এলাকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া সামাজিক সংস্থার সম্পাদক তথা কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, কৈলাসহর প্রেস ক্লাবের বরিষ্ঠ সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরী,বিশ্বজীৎ ভট্টাচার্য্য, স্থানীয় বাসিন্দা কবির হুসেন, মাধব পাল, সাংবাদিক নারায়ন সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
বস্ত্র বিতরণ প্রসঙ্গে সংস্থার সম্পাদক মোঃ জামাল উদ্দিন বলেন—“বিগত তিন বছর ধরে পূজোর মরশুমে আমরা এই আয়োজন করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে আমাদের সাধ্যমত বস্ত্র তুলে দিই। শুধু পূজা নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামি দিনেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে সংস্থার সভাপতি প্রহেলী ভট্টাচার্য্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি সংস্থার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।এদিন সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ হওয়ায় এলাকায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা এবং স্থানীয়রা স্বপ্নচূড়া সামাজিক সংস্থার এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।