
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর ৬নং ওয়ার্ডে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া প্রয়াত সমাজসেবী তথা সাংবাদিক সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলা শনিবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাদার্স এফসি তাচাই ও তাপস টপ টেন ব্রাদার্স।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা শাসক বিপুল দাস, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, সমাজসেবী সন্দীপ দেবরায় সহ জেলার বহু বিশিষ্ট ব্যক্তি।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী টিংকু রায় বলেন, “রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন সংগঠিত করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানের সিন্থেটিক মাঠ তৈরি করা হয়েছে। আগামী দিনেও ক্রীড়াবিদরা যাতে খেলাধুলায় কোনো অসুবিধার সম্মুখীন না হন, সেই দিকেই সরকার নজর দিচ্ছে।”
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। এরপর মন্ত্রীর হাত দিয়ে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার সূচনা করা হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে শ্রীরামপুরে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় জমে যায়। খেলায় দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে দর্শকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশগ্রহণ করেছিল। সফল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট কেবল ক্রীড়াপ্রেমীদেরই নয়, স্থানীয় সমাজকেও একসূত্রে বেঁধেছে।টান টান উত্তেজনা পূর্ণ এই খেলায় ১ গোলে জয়ী হয় টপ টেন ব্রাদার্স। খেলার শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রী টিংকু রায়। প্রয়াত সমাজসেবী সন্তোষ দেবরায়ের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এই টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।