
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
কৈলাসহর ফরেস্ট অফিস সংলগ্ন মনু নদীর বাঁধের রাস্তাটি স্থানীয় মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি এম্বুলেন্স ও যানবাহন চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো সত্ত্বেও জলসম্পদ বিকাশ দপ্তরের উদাসীনতায় সমস্যা থেকে যায়।
ফলে বাধ্য হয়ে শুক্রবার সকালে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী জয়ন্ত দাস জানান, বারবার দপ্তরে যোগাযোগ করেও প্রতিশ্রুতি ছাড়া কোনো কাজ হয়নি, তাই নিজেদের খরচে রাস্তা মেরামতের উদ্যোগ নিতে হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে বাঁধ উঁচু করতে মাটি ফেলা হলেও ড্রেন না থাকায় বর্ষায় জল জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, দপ্তরের অঙ্গীকারে ভরসা হারিয়ে আজ তারা নিজের টাকায় রাস্তায় হাত লাগাতে বাধ্য হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীব গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে দপ্তরের গাফিলতি অসহনীয় হয়ে উঠেছে। তাদের দাবি, অবিলম্বে দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।