
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
ডবল ইঞ্জিন সরকারের বড়াইয়ের মাঝেই পানীয় জলের তীব্র সংকটে দিশেহারা মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর এলাকার গ্রামবাসীরা। নল পে জল প্রকল্পের আশ্বাস মিললেও বাস্তবে সেখানে কার্যকর কোনো পদক্ষেপ নেই। একদিকে শাসকরা “সুসাশনের” ঢাক পেটাচ্ছে, অন্যদিকে মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এক গ্লাস পানীয় জলের জন্য।
মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন ২০৮(এ) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। খালি কলসি ও বালতি হাতে মহিলারা রাস্তায় নেমে পড়েন। অবরোধের কারণে রাস্তাজুড়ে শতাধিক গাড়ি আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা নাজেহালের শিকার হন।গ্রামবাসীদের অভিযোগ—গত তিন মাস ধরে এলাকায় চরম পানীয় জলের সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। এক বছর আগে দুটি পাম্প মেশিন বসানো হলেও আজ পর্যন্ত কোনো পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি। এর ফলে প্রতিদিন জল সরবরাহ বন্ধ। দপ্তরকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি জরুরি অবস্থায় গাড়ি দিয়ে জল সরবরাহ করতেও দপ্তরের কর্মকর্তারা অস্বীকৃতি জানিয়েছেন। অবরোধস্থলে পুলিশ ও টিএসআর মোতায়েন থাকলেও এখনও কোনো উচ্চ আধিকারিক গ্রামবাসীদের সঙ্গে দেখা করেননি। অবরোধকারীদের হুঁশিয়ারি—উচ্চ আধিকারিক সরাসরি আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন—“ডবল ইঞ্জিন সরকারের আসল মুখোশ এভাবেই উন্মোচিত হচ্ছে। আশ্বাস দেওয়া হচ্ছে নল পে জল আসছে, কিন্তু গ্রামে শুধু শুকনো পাইপ আর ফাঁকা প্রতিশ্রুতি। পানীয় জল না থাকায় প্রতিদিন চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছে।”সুসাশনের নামে যখন বিরাট প্রচার চলছে, তখন বাস্তবে পঞ্চমনগরের মানুষদের কাছে সুসাশন মানে কষ্ট, হাহাকার ও বঞ্চনা।