
oplus_2
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
১১ই সেপ্টেম্বর কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বনধকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে কৈলাসহরে। বিজেপির অভিযোগ, এদিন বনধ চলাকালে কংগ্রেস কর্মীরা বিজেপি যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অরুপ ধরের বিরুদ্ধে প্রাণহানিকর ও উস্কানিমূলক স্লোগান দেয় এবং কোর্ট চত্বর থেকে তাঁর বাড়ির উদ্দেশ্যে প্রাণনাশের হুমকিও ছোড়ে। এমনকি সামাজিক মাধ্যমেও ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অরুপ ধর। অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমল কর, ঊনকোটি জেলা বিজেপির স্পোক পার্সন দেবাশীষ সেন, সাধারণ সম্পাদক অরুন সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা।
অভিযোগে তিনজন কংগ্রেস কর্মীর নামোল্লেখ করা হয়েছে। অরুপ ধর দাবি করেছেন, দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে ঊনকোটি জেলা বিজেপির স্পোক পার্সন দেবাশীষ সেন সংবাদমাধ্যমকে বলেন,“অরূপ ধরের বিরুদ্ধে কংগ্রেস পরিকল্পিতভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের নামে যদি এভাবে ব্যক্তিগত আক্রমণ ও প্রাণহানিকর স্লোগান দেওয়া হয়, তবে তা স্পষ্টতই আইনের শাসনকে অবমাননা করা। আমরা চাই, পুলিশ দ্রুত পদক্ষেপ নিক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।”
ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।