
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
আবারও চোরাচালান চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে নজর কাড়লো কৈলাসহর থানার পুলিশ।বুধবার দুপুরে চিনি বাগান নাকা পয়েন্টে রুটিন চেকআপ চলাকালীন পুলিশের তৎপরতায় একটি বোলেরো গাড়ি (নম্বর TR-02L-1590) থেকে বিপুল পরিমাণ অবৈধ বিড়ি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা বিড়িগুলোর বাজারমূল্য আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকার মধ্যে।
ঘটনাটি ঘটে কৈলাসহর-ধর্মনগর প্রধান সড়কে অবস্থিত চিনি বাগান নাকা পয়েন্টে। পুলিশ সূত্রে জানা যায়, একটি বোলেরো গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তৎক্ষণাৎ পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় এবং গাড়ির ভিতর থেকে ৩৪টি বড় বিড়ির প্যাকেট উদ্ধার করে। গাড়ির উপরিভাগে চার বস্তা আলু সাজিয়ে রেখেছিল, যাতে চেকিংয়ের সময় চোরাচালানি ধরা না পড়ে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত গাড়িচালক গিয়াস উদ্দিন (পিতা রুপ আলী, গ্রাম–পূর্ব ইয়াজেখাওরা) জানায়, এই বিড়িগুলি ধর্মনগর থেকে এনে কৈলাসহরের বাবুর বাজার এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকে এসব বিড়ি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল।
কৈলাসহর থানার অফিসার-ইন-চার্জ সুকান্ত সেন চৌধুরী এক বিবৃতিতে বলেন,
“চিনি বাগান নাকা পয়েন্টে আমরা নিয়মিতভাবে রুটিন চেকআপ চালিয়ে যাচ্ছি। তেমনই একটি অভিযানে সন্দেহজনক গাড়িটিকে আটক করে বিড়ির প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশের সতর্কতা, চাতুর্য ও সক্রিয় ভূমিকাতেই এই সফলতা এসেছে।” তিনি আরও জানান, পুলিশের নজরদারি আগামী দিনে আরও কড়াকড়ি করা হবে এবং অবৈধ পণ্য পরিবহন ও পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই চোরাচালানি কাণ্ডের সঙ্গে বৃহত্তর কোনো পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ তদন্ত শুরু হয়েছে। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মাধ্যমে মূল মাথাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।