
Oplus_0
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
আজ ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া কিওকুশিন ক্যারাটে অ্যাসোসিয়েশন (AIKKA) -এর ত্রিপুরা ব্রাঞ্চের আয়োজনে কৈলাসহর ব্রাঞ্চে গ্রেডেশন টেস্ট। দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বিশেষ ক্যারাটে পরীক্ষা ছিল আত্মরক্ষার কৌশল ও মানসিক দৃঢ়তার মাপকাঠি।এই গ্রেডেশন টেস্টে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০ জনের অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIKKA ভারতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেম্পাই পান্না সূত্রধর ও বিশিষ্ট প্রশিক্ষক সেম্পাই জাহাঙ্গির মিয়া।
সেম্পাই পান্না সূত্রধর তাঁর বক্তব্যে বলেন, “ক্যারাটে শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ। নিয়মিত প্রশিক্ষণ শরীর ও মনের উপর শৃঙ্খলা আনে। বিশেষ করে বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস, ধৈর্য ও আত্মরক্ষার ক্ষমতা গড়ে তুলতে ক্যারাটে প্রশিক্ষণের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “গ্রেডেশন টেস্ট হল ছাত্রছাত্রীদের অগ্রগতির মাপকাঠি। প্রতি ছয় মাস অন্তর এই পরীক্ষা আয়োজিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা, মানসিক সংযম এবং কৌশলের বিকাশ মূল্যায়ন করা হয়। কৈলাসহরে বিগত বহু বছর ধরে সুশৃঙ্খলভাবে ক্যারাটে প্রশিক্ষণ চলছে এবং স্থানীয় যুবসমাজ এতে উৎসাহের সঙ্গে যুক্ত হয়েছে।”
উল্লেখযোগ্য, কৈলাসহরে ক্যারাটে প্রশিক্ষণের ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে বজায় রয়েছে। স্থানীয় অভিভাবকরাও তাঁদের সন্তানদের আত্মরক্ষা ও শারীরিক সুস্থতার জন্য এই প্রশিক্ষণে পাঠাচ্ছেন।