
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
বিজেপি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে বিজেপি মণ্ডল অফিসে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিগত ১১ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, “২০১৪ সালে ভারত যেখানে বিশ্বের অর্থনীতিতে দশম স্থানে ছিল, আজ তা পঞ্চম স্থানে পৌঁছে গেছে। আগামী দিনে এই দেশ দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে—এটা আর কেবল স্বপ্ন নয়, সম্ভাব্য বাস্তবতা।”
তিনি আরও বলেন, আজকের ভারত আত্মনির্ভর, আত্মবিশ্বাসী এবং বিশ্বের মঞ্চে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে রয়েছে।”
বিধায়ক ভগবান দাসও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “আজ দেশের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বিপুল পরিবর্তন এসেছে। যা একসময় কল্পনার অতীত ছিল, আজ তা বাস্তব।”
এই সাংবাদিক সম্মেলনের পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক ভগবান দাস ও আশেপাশের কয়েকটি এলাকা পরিদর্শন করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
উপস্থিত নেতারা মনে করিয়ে দেন, “এই উন্নয়ন কোনও কাকতালীয় ঘটনা নয়—এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদূরপ্রসারী নেতৃত্ব ও বিজেপি সরকারের উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির ফল।”